মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ৩০ অক্টোবর কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা কৃষক লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ফরিদপুর জেলা প্রেসক্লাব পর্যন্ত ফরিদপুর জেলা কৃষক লীগের উদ্যোগে এ রেলিটি অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে রেলি শেষে ফরিদপুর প্রেসক্লাবে আসলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপক সবিতা বৈরাগী, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক বিধান কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট অনিমেষ রায় প্রমূখ। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন করোনাকালীন সময় যেন কৃষকদের কোনো ক্ষতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী কৃষিঋণ ঘোষণা করেছেন এবং করোনাকালীন সময়ে বিনা মূল্যে কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে। সমস্ত প্রকার সার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে যাতে কৃষক তার উৎপাদন ঠিক রাখতে পারে।
বক্তারা বলেন দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটা কুচক্রী মহল সরকারের উন্নয়নমূলক কার্যক্রম কে ব্যাহত করার নীলনকশা ব্যস্ত রয়েছেন
তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
You cannot copy content of this page
Leave a Reply