মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ অনূর্ধ্ব ১৫ শেখ রাসেল গোল্ডকাপ ফুটবলে প্রতিযোগিতায় প্রথমবার জয়লাভ করেছে সদরপুর উপজেলা দল। শুক্রবার বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ চরভদ্রসন দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। এদিকে টুর্নামেন্টের চরভদ্রাসন দলের মোস্তফা লাল কার্ড খেয়ে বেরিয়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় চরভদ্রাসন।
এদিন খেলার সদরপুর দলের পক্ষে একটি করে গোল করে বাইজিদ ও হাসান । খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হাসান। তাকে পুরস্কার দেন সাবেক হকি খেলোয়াড় মেহেদী মিনার, পৌর সভার সাবেক কমিশনার ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, ফরিদপুর জেলা দলের সাবেক ফুটবলার মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর শহর আহবায়ক কমিটির সদস্য সুমন হক, ক্রিকেট আম্পায়ার অজিত কুমার গুহ স্বাধীন প্রমূখ। প্রতিযোগিতায় আগামীকাল নগরকান্দা উপজেলা মোকাবেলা করবে বোয়ালমারী উপজেলার বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি আশুতোষ গুহ,লাইন্সম্যান প্রণব মুখার্জি ও মোঃ সুমন। চতুর্থ রেফারি আজাদ হোসেন।
You cannot copy content of this page
Leave a Reply