কৃষি ক্ষেত্রে সরকার যে সুবিধা দিচ্ছে সেগুলো কাজে লাগাতে হবে: বাণিজ্য সচিব
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষি ক্ষেত্রে সরকার যেসকল সুবিধা দিচ্ছে সেগুলো অনেক কৃষকই জানেন না। সুবিধাগুলো জেনে তা কাজে লাগাতে হবে। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার অন্যতম পেঁয়াজের হাট বালিয়া বাজার পরিদর্শনে এসে স্থানীয় কৃষক ও ব্যাবসায়ীদের নিয়ে মত বিনিময় সভায় উক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান, জাতীয় ভোক্তা-অধিকার ফরিদপুর জেলার সহকারী পরিচালক শেখ সোহেল রানা, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ। এছাড়াও স্থানীয় পেঁয়াজ ও পাট চাষীসহ ব্যবসায়ীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ আরও বলেন, আপনারা সবাই মিলে একটি সংগঠন করেন, সংগঠনের মাধ্যমে আপনাদের সকল দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেন। ইন্টারনেটের মাধ্যমে জানুন বিশ্বের কোথায় কৃষির কি অবস্থা। নতুন করে একটি উচ্চ ফলনশীল পেয়াঁজ ও পাটের বীজ আবিস্কার হয়েছে। আপনার কৃষি অফিসের মাধ্যমে খোজ খবর নেন। আপনাদের সন্তানদের ভাল শিক্ষা দেন, তা না হলে আমরা আরও পিছিয়ে পড়বো। আপনাদের জন্য শুভ কামনা রইলো।
মত বিনিময় সভায়, স্থানীয় পাট ও পেঁয়াজ চাষীরা কৃষির উন্নয়ন কল্পে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যাবতীয় সমস্যার কথা বলেন এবং পেয়াঁজ সংরক্ষনে সরকারের প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বাণিজ্য সচিব কৃষকদের কথা শোনেন এবং উক্ত সমস্যা সমাধান কল্পে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে এবং ব্যবহার করতে বলেন। এছাড়াও তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে এই নিয়ে আলোচনা করার কথা বলেন।
Leave a Reply