আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের সালথায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সাথে সালথায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাব সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক এফ এম জাহাঙ্গীর আলম শাজাহান, এফ এম আজিজুর রহমান, আবু নাসের হুসাইন, মনির মোল্লা, নুরুল ইসলাম নাহিদ, এম কিউ হুসাইন বুলবুল, মজিবুর রহমান, লিয়াকত হুসাইন, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম মারুফ, মোশারফ মিয়া, মোশারফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, রফিকুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার সালথার সার্বিক উন্নয়নে সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও সার্বিকভাবে সহযোগিতার কথা বলেন।
You cannot copy content of this page
Leave a Reply