মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত গোয়ালচামট কাপ ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবারে খেলায় জয়লাভ করেছে পূর্ব খাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাব এদিন তারা এফ সি অযোদধা কে ২ -০ গোলে পরাজিত করেছে।
প্রতিযোগিতায় আগামীকাল বিকেলে একই মাঠে খেলবে খোদাবক্স রোড ৮ নং ওয়ার্ড একাদশ বনাম ফরিদপুর সকার স্পোর্টিং ক্লাব। গোয়ালচামট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর সার্বিক তত্বাবধানে রয়েছেন, টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা, শ্রমিক জননেতা ও ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর গোলাম মোঃ নাছির।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করে।
You cannot copy content of this page
Leave a Reply