মুজিব বর্ষ মহিলা ফুটবল প্রীতি ম্যাচ , ফরিদপুর চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমির জয়লাভ
মানিক দাস : লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি উদ্যোগে মুজিব বর্ষ মহিলা ফুটবল প্রীতি ম্যাচে জয়লাভ করেছে ফরিদপুরের চাঁদেরহাট গার্লস ফুটবল একাডেমি।(ফুটবল খেলার ভিডিও দেখতে নিচের ভিডিওতে টাচ করুন)
শুক্রবার বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে তারা খুলনা সুন্দরবন ওমেন্স একাডেমি কে ৪/০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। ম্যাচের সবকটাই গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে । বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন বিথী অপর গোলটি করেন সুমা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটি প্রেসিডেন্ট লায়ন মহসিন শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল কোচ এস এম শামসুদ্দোহা চাঁদ। ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আমিনুর রহমান ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট একেএম শামসুল আলম মনি। এ সময় লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার রেফারির দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম জিন্না, মফিজুর রহমান তুহিন ও সোহাগ মোল্লা।
Leave a Reply