মাসুদ হাওলাদার, সদরপুর প্রতিনিধি : প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় ধর্মীয় উৎসব। ফরিদপুর, সদরপুর এবার ৪৪ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় বেশ আড়ম্বরপূর্ণ পূজা পালনের জন্য পূজা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার সদরপুরের প্রত্যেকটি মন্দিরে বেশ ধুমধামের সাথে পালন করা হয়েছে মহা নবমী পূজার আয়োজন। শুক্রবার সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে দুর্গা বেদীকে বিদায় জানানো হয়। এরপর সন্ধ্যা থেকে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
এর আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের এম পি মজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ঘুরে দেখেন। এসময় অন্যান্য নেতাকর্মীর’ও তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply