মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক মনির হোসেনের সভাপতিত্বে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেণ ট্রাস্কফোর্স (এনসিটিএফ) ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ফাইয়াজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফসা বিনতে হায়দার,শিশু গবেষক- আব্দুল্লাহ, এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের সামনে হাফসা বিনতে হায়দার তাদের লিখিত বক্তব্য পাঠ করে শুনান। লিখিত বক্তব্যে তারা জানান গত ২১ মাসে ৫৮৪ জন শিশু বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তারা শিশু নির্যাতন ও বাল্যবিবাহের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
You cannot copy content of this page
Leave a Reply