ফরিদপুর সমাচার : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ও সন্দেজনক পরিবহন তল্লাশী করতে থাকে খুলনা থেকে ঢাকাগামী একটি বাস দেখতে পেয়ে থামানোর সংকেত দিলে উক্ত পরিবহনটি থেমে যায় উক্ত বাসে সন্দেহজনক একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নিকটে থাকা ব্যাগের ভিতর ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পরবর্তীতে র্যাব-৮, সিপিসি-২ কর্তৃক আসামী ০১। মোঃ ইসমাইল হোসেন(২৫), পিতা- মোঃ লতিফ মিয়া, সাং-শ্রীপুর ভাংগাহাটি, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৩,৪০০ (তিন হাজার চার শত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১,০০০/- টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
Leave a Reply