মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ফরিদপুরে মায়ের আগমনীর গল্প নিয়ে নতুন মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন হলো। প্রভু জগদ্বন্ধু সুন্দরের ধাম, শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুরের প্রযোজনায় মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অনুপ ঘোষ নীরব।ডেভিড তমালের কম্পোজিশনে এবং প্রথমা সাহার কন্ঠে গানটির(ম্যাশ-আপ কভার) রেকর্ডিং পূর্বেই সম্পন্ন হয়েছে।
ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রথমা সাহা নিজেই,এছাড়াও অভিনয় করেছেন দিলীপ সাহা,অনন্যা দত্ত,রাম কৃষ্ণ সহ আরো অনেকে। নির্মাতা অনুপ ঘোষ নীরব জানিয়েছেন যে, এই প্রথম ফরিদপুরে মা দূর্গাকে নিয়ে কোন মিউজিক্যাল ফিল্ম নির্মাণ হচ্ছে এবং আগামী ৫ই অক্টোবর মঙ্গলবার রাত ৮ঃ৩০ মিনিটে শ্রীধাম শ্রীঅঙ্গনের নিজস্ব (Srredham Sreeangon) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ফিল্মটি।
You cannot copy content of this page
Leave a Reply