মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আর আর আই কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
মানিক দাস : মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আর আর আই কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের মধ্যে যে মেধা আছে তা কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে ফরিদপুরের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
নদী গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক আলিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা। অনুষ্ঠানে নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কাজ ডিসপ্লের মাধ্যমে মনিটর এ প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
মাননীয় মন্ত্রী আরো বলেন আপনাদের গবেষণার কাজ গুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের পেনশন প্রসঙ্গে বলেন এগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে নানা দিক থেকে সফল করে তোলা আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।
এর আগে মন্ত্রী নদী গবেষণা ইনস্টিটিউটে পৌঁছালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
You cannot copy content of this page
Leave a Reply