মাসুদ হাওলাদার , সদরপুর উপজেলা প্রতিনিধি : ফরিদপুর, সদরপুর ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গির জংগল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার আনুমানিক দুপুর ১২ টার সময় জনৈক গ্রামবাসী গফুর মাতুব্বর ডাঙ্গির জংগলের মাঝে তাল কুড়াতে গেলে ছনের স্তুপে ঢাকা মানুষের দু’টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এতে এলাকাবাসী এগিয়ে গেলে ৩৩ নং ডিগ্রিরচর মধু মন্ডলের ডাঙ্গির পবন সরকারের দ্বিতীয় পুত্র অনিক সরকারের মৃত্যু দেহ দেখতে পান।(সম্পূর্ন ভিডিও দেখতে নিচে ক্লিক করুন)
অনিক সদরপুর সিনেমা হল এলাকায় কামাল মিস্ত্রির ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে সন্ধ্যা ৭ টার মধ্যে বাড়ি যাওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার দুপুর ২ টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এরপর বাড়ির লোকজন তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে তা বন্ধ পান। নানান জায়গা ও আতœীয় স্বজনদের বাড়িতে খোজ নিয়েও যখন অনিককে পাওয়া যাচ্ছিলোনা তখন তার পরিবার নানান দুঃচিন্তায় পড়ে যান। গফুর মাতুব্বর ডাঙ্গির জংগলের মাঝে লাশের খবর শুনে অনিকের বাবা মা সেখানে এলে নিজের আদরের সন্তানের নিথর দেহটি দেখতে পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। অনিকের পরিবারের গগনবিদারী কান্নায় তখন আশেপাশের আকাশ-বাতাস ভারি হয়ে যায়।
এরপর স্থানীয় ইউ পি সদস্য মামুন শেখ পুলিশকে খবর দিলে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার এবং তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করেন। ও সি সুব্রত গোলদার গণমাধ্যমকে জানান, “ইতিমধ্যে ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য সদরপুর থানা পুলিশ এবং সি আই ডি’র যৌথ প্রচেষ্টায় মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।”
You cannot copy content of this page
Leave a Reply