ফরিদপুর সমাচার : পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ১১ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ সোমবার, রাজবাড়ী জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন বিসিক শিল্প নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০১ (এক) টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান শেখ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ঝুঁকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে বিশ^াস রাইস মিল, স্বত্তাধিকারী: ইসমাইল বিশ^াস, বিসিক শিল্প নগরী, সদর, রাজবাড়ীতে মোবাইল কোর্র্ট পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণ না করার এবং পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করার নির্দেশ দেয়া হয়।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায় ।
You cannot copy content of this page
Leave a Reply