মাসুদ হাওলাদার : ফরিদপুর, সদরপুর উপজেলার ৬ বছরের শিশু ফাহিম তার বোনের সাথে গোসল করতে এসে পানির প্রবল স্রোতের মাঝে পড়ে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা যায় শুক্রবার সকাল ১১ টার সময় চরকুমাইরিয়া গ্রামের সৌদি প্রবাসী বিল্লাল মোল্লার শিশু পুত্র ফাহিম তার বোন বিথী’র সাথে বাড়ির পাশের ভূবেনশ্বর নদীতে গোসল করতে যায়। এসময় তাদের সাথে সুমাইয়া নামের অপর এক শিশু মিলে তিন জনে একসাথে পানিতে নামে।
এক পর্যায় ফাহিম এবং সুমাইয়া দুজন স্রোতের মাঝে পড়ে ভেসে দূরে চলে যায়। এরপর বিথী’র চিৎকার শুনে শাকিব নামের এক যুবক এসে সঙ্গে সঙ্গে পানিতে নেমে সুমাইয়াকে উদ্ধার করা সম্ভব হলেও ফাহিম মুহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। অনেক খোজাখুজি করেও ফাহিমকে যখন উদ্ধার সম্ভব হয়নি এরপর সদরপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাহিমকে উদ্ধারের দ্রুত নেমে পড়েন।
এরিপোর্ট লেখা পর্যন্ত ইতিমধ্যে বরিশাল হতে আসা ডুবুরি দলের সদস্যদের অংশগ্রহণে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হলেও এখন পর্যন্ত ১১ ঘন্টা পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ শিশু ফাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে শিশু পুত্রকে খুজে না পেয়ে সুকুরজান বেগম বারবার মূর্চ্ছা যাচ্ছেন।
You cannot copy content of this page
Leave a Reply