এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : জাতীয় মৎস সপ্তাহ ২০২১ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম সর্বপ্রথম ১৯৯৩ সাল থেকে শুরু হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে ১৯৯৬ সাল হতে পুরো দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
মানব দেহের আমিষের ঘাটতি পুরনের অন্যতম উৎস হলো মাছ। কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব কম নয়। মৎস্য সম্পদের গুরুত্বের কথা ভেবেচিন্তে, সোনার বাংলা স্বাধীন হওয়ার পরপরই ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন- ‘মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’ এবং সেই লক্ষ্যে ১৯৭৩ সালে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
এরিই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)এর নেতৃত্বে দিনাজপুর পুলিশ লাইন্স পুকুর ও রাম সাগর দিঘীতে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। আরও উপস্থিত ছিলেন, মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর, রফিকুল ইসলাম, (আর, আই), পুলিশ লাইনস্, দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply