আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে প্রথমেই মাছের পোনা অবমুক্তকরণ করা হয়, এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট – ৩ সেপ্টেম্বর) এর শুভ উদ্বোধন করা হয়। উপজেলার সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কে পুরস্কার প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার (২৮ আগষ্ট) বেলা ১০টায় এই সকল অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
সালথায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোঃ টিপু সুলতান, সালথা থানা পুলিশের অপারেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান গুলো সঞ্চালনা করে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়।
এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হয়। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply