ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
মানিক দাস : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ রবিবার পালন করা হয়।
এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা উপস্থিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক আইডি মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা, হাসান, ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস, প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা এডভোকেট অনিমেষ রায়।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply