সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত চল্লিশ
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে পুলিশসহ উভয় গ্রুপের প্রায় ৪০ জন আহত হয়েছে, বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) বেলা ১০ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হারুন মাতুব্বরের সমর্থক ওমর মাতুব্বরের সাথে এসকেন মাতুব্বরের সমর্থকদের সাথে বেশ কিছু দিন যাবত উত্তেজনা বিরাজ করছিলো, এরই সুত্র ধরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে, সংঘর্ষে পুলিশসহ উভয় গ্রুপের প্রায় ৪০ জন আহত হয়েছে, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ৬/৭ টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা।
সংঘর্ষ নিয়ে সালথা থানা ভারপ্রপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে, সংঘর্ষের সময় সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়লে ৭জন পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২ টি সাউন্ড গ্রেনেড ও ১৮ টি রাবার বুলেট নিক্ষেপ করে, এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এই বিষয়ে আইনগত ব্যাবস্থা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply