সালথায় শ্রমিকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিনের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বল্লভদী ইউনিয়ন শ্রমিকলীগ ও সর্বস্তরের জনগনের আয়োজনে বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) বিকাল ৪টায় শাহিনের নিজ এলাকা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালি বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বল্লভদী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল চৌধুরী, সালথা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহিদ ফকির প্রমুখ। মানববন্ধনে আহত শাহিনের পারিবারের সদস্যরাসহ পাঁচশতাধিক লোক অংশ নেয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকলীগ নেতা শাহিনের উপর পরিকল্পিত হামলার মূলহোতা দুলাল কাজী ও আউয়াল মুন্সীসহ তাদের মদদ দাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বিক্ষোভ সমাবেশে জানানো হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে এই হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর সন্ধ্যার পর বল্লভদী ইউনিয়নের বাউষখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে কুন্ডুপাড়া এলাকায় শাহিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়, শাহিনের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শাহিনের স্ত্রী বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় সরোয়ার মুন্সী নামে এক আসামী গ্রেফতার করেছেন
Leave a Reply