মানিক দাস : ফরিদপুরে করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস প্রদত্ত তথ্য জানা গেছে, গত ২৪ ঘন্টায় করণা সিম্পল পরীক্ষা হয়েছে ৪৩০ টি, এর মধ্যে পজিটিভ এসেছে ২২১ টির। রেপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা হয়েছে ৫৮ টি পজিটিভ ১৩ টি। মোট আক্রান্তের হার ৪৮.৩৪ শতাংশ।
মোট ভর্তি রোগী ৩২৪ জন মোট বেড ৫১৮ টি। গত ২৪ ঘন্টায় ফরিদপুর সদর উপজেলায় ৯৮ জন, সালতা থানা ৪ জন, আলফাডাঙ্গায় ৯ জন, ভাঙ্গায় ১৪ জন, বোয়ালমারীতে ৭ জন, নগরকান্দায়১১ জন, মধুখালীতে ২৮জন সদরপুরে ২৪ জন ও চরভদ্রাসনে ২৬ জন রোগী করণা রোগে আক্রান্ত হয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply