মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মাদকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৌরসভার কাপুড়িয়া সদরদীর হেলিপোর্ট নামক জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার কাপুড়িয়া শদরদী গ্রামের প্রয়াত আলী মুন্সীর ছেলে জনী মুন্সী (৩৫), ইদ্রীস মোল্লার ছেলে রতন মোল্লা (২২), রুহুল আমিন মুন্সীর ছেলে তুষার মুন্সী (২২) প্রত্যেকের বাড়ি একই গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় কতিপয় কয়েকজন যুবক হেলিপোর্টে বেশকিছু ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় সাদা পোষাকে পুলিশের একটি টিম হেলিপোর্টে অভিযান চালিয়ে জনী মুন্সীর কাছ থেকে ৫০ পিচ, রতন মোল্লার কাছ থেকে ৬০ পিচ,তুষার মুন্সীর কাছে থেকে ৫০ পিচ, মোট ১৬০ পিচ ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে থানায় আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানায়, গ্রেফতারকৃত যুবকদের মাদক মামলায় ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে। জনী মুন্সীর নামে ভাঙ্গা থানায় পুর্বেই মাদক মামলা ছিল।
You cannot copy content of this page
Leave a Reply