সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর, সদরপুরের লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। গতকাল (শুক্রবার) সদরপুর উপজেলার বিভিন্ন জায়গায় সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
এ অভিযানের মাধ্যমে ভাষানচর ইউনিয়নের লতিফ কাজীর ডাঙ্গী নিবাসী সিরাজ প্রমানিককে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ভঙ্গ করে নিজ বাড়িতে বিয়ের আয়োজন করার দায়ে ১০ হাজার টাকা এবং সাড়ে সাত রশি ২ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, ‘ গত ২ দিন যাবৎ সদরপুর প্রশাসনের তরফ থেকে আমাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply