শাহজাহান হেলাল,মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে মধুখালী জাতীয় পাটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টায় মধুখালী রেলগেট এলাকায় এমএস ম্যানশনে পাটির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পাটির সভাপতি মির্জা আলী আহম্মদের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান ভুট্টো,সাংগঠনিক সম্পাদক প্রবির কুমার সাহা,নওপাড়া ইউনিয়ন সভাপতি রঞ্জু মোল্যা,রায়পুর ইউনিয়ন সভাপতি মোঃ আজিজ মোল্যা, আলী,রেজাউল পৌর সভার সলেমান শেখ,মিরাজ ও হাসানসহ প্রমুখ।
এ সময় উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের নেতাকর্মিগন উপস্থিত ছিলেন। সভায় মধুখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ গ্রহণ ও উপজেলা সভাপতি মির্জা আলী আহম্মদকে প্রার্থী হিসেবে সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
You cannot copy content of this page
Leave a Reply