সাজ্জাদ হোসেন সাজু : ফরিদপুর সদরপুরের ভাষানচর ইউনিয়নের ছৈজদ্দিন মোল্লার ডাঙ্গীর খলিল সরদারের ছাগল চুরি করে স্বামী-স্ত্রী গ্রামবাসীর হাতে আটক। জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার সময় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌশডুবি গ্রামের হাফিজ ফকিরের পুত্র রবিউল ফকির ও তার স্ত্রী যুথী আক্তার ছাগল চুরি করার সময় এলাকাবাসীর হাতে আটক হয়।
পরে তাদেরকে সদরপুর থানার পুলিশের কাছে সোপর্দ করলে যুথী আক্তার ৭ মাসের অন্ত:সত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং অপর আসামি রবিউল ফকিরকে মামলা নম্বর ২০২১/ দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আমলার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, ‘আইন তার নিজেস্ব গতিতে চলবে কেউ যদি অপরাধ করে তাহলে অপরাধীকে অবশ্যই আইনের কাছে জবাবদিহি করতে হবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমেই অপরাধীর ভাগ্য নির্ধারণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply