মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এক তরুনীকে (১১) তার পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পাশের কলা বাগানে জোর পুর্বক ধর্ষনের অভিযোগে আলমগীর ফকির ওরফে বাবু (২৫) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ভুক্তভুগী ওই তরুণীর মা’ সোনা বানু বাদি হয়ে ভাঙ্গা থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তৎক্ষনাত অভিযান চালিয়ে উপজেলার পিরেরচর গ্রাম থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত যুবক উপজেলার আলগী ইউনিয়নের পিরেরচর গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। পুলিশ ও পারিবারিক সুত্রে, বখাটে যুবক ও ওই তরুনীর বাড়ি একই গ্রামে ও প্রতিবেশী হওয়ার সুবাদে উভয়ই পরিচিত। রোববার সন্ধ্যায় ওই তরুনী তার চাচীর ঘরে পিঠা বানাচ্ছিলো। ওই তরুনীর খোঁজে আলমগীর তার বাড়িতে যায়। এসময় মেয়েটির মা’ সোনা বানুর কিছু পাওনা টাকা ফেরত আনতে ওই যুবকের মা ওই তুরুনীকে ডেকেছে বলে জানায় ওই বখাটে যুবক বাবু। পরে সোনা বানু তার মেয়ে ও ছোট ছেলে হাবিবুল্লাকে (৬) সাথে দিয়ে ওই যুবকের বাড়িতে পাঠায়। পরে পথিমধ্যে একটি কলা বাগানে মেয়েটিকে ঝাপটে ধরে ওই যুবক।
এসময় মেয়েটিকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে ওই যুবক পালিয়ে যায়। বেশ কিছুক্ষন পরে ওই তরুনীর ভাই হাবিবুল্লাহ তাদের বাড়িতে কান্নাকাটি করে বাড়িতে ফিরলে মেয়েটির পরিবার ওই তরুনীর খোঁজে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পথিমধ্য অন্ধকারে মেয়েটিকে রাস্তায় কলা বাগানে বেহুঁস অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে আসেন। রাতে ওই তরুনী সুস্থ হয়ে উঠার পরে তাকে জোর পুর্বক বাবু ধর্ষন করে পালিয়েছে জানায়।
পরে ঘটনাটি উভয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার কথা জানায় ওই যুবকের পরিবার। পরে এ ঘটনার কোন সমাধান না পেয়ে ভুক্তভুগি মেয়ে ও তার পরিবারের সদস্যরা সকালে থানায় হাজির হয়ে একটি অভিযোগ দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তিতে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply