আলফাডাঙ্গায় সাবেক ডিএমপি কমিশনারের কম্বল বিতরণ
আজিজুর রহমান দুলাল : আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার এর আয়োজনে পৌরসভার ৯টি ওয়াডের দরিদ্র, প্রতিবন্ধী,পঙ্গু ও শীতার্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রায় এগার শত কম্বল বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারী (রবিবার) সকাল সাড়ে এগারোটায় আলফাডাঙ্গা পৌরসভার কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করেন সাবেক ডি এম পি কমিশনার, অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান মিয়া এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি,আলফাডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এস এম আকরাম হোসেন এবং আব্দুল আলিম সোজা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীনসহ নয় ওয়াডের কমিশনারবৃন্দ। এ সময় সাবেক ডিএমপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
You cannot copy content of this page
Leave a Reply