মানিক কুমার দাস : বাংলাদেশ হরিজন’ সম্প্রদায় এর উদ্যোগে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে জয়লাভ করেছে ফরিদপুর দল। ফরিদপুরের পক্ষে প্রতিনিধিত্ব করেন আনন্দ ক্লাব। আজ বিকেলে রাজবাড়ী রেলওয়ে মাঠে স্বাগতিক রাজবাড়ী দলকে । ৪ উইকেটে পরাজিত করে তারা। নির্ধারিত ১৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাজবাড়ী দল ১০৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে অবিনাশ ২১, হৃদয় ১৫, কৃষাণ ১৮ রান করেন। আনন্দ ক্লাবের পক্ষে রতন ৩ উইকেট লাভ করেন, জবাবে আনন্দ ক্লাব ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভ ৩৮, প্রতিম ১০, রাজিব ১৩ রান করে। রাজবাড়ী জেলার পক্ষে কিষান ও সুজন একটি করে উইকেট লাভ করেন বিজয়ী দলের পক্ষে সৌরভ কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হয়। আম্পায়ার মানিক কুমার দাস ও চন্দন দাস। স্কোরার রঞ্জন জমাদার। আগামী শুক্রবারে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি র মেসে রাজবাড়ী দল ফরিদপুরে এসে খেলার কথা আছে।
You cannot copy content of this page
Leave a Reply