মানিক দাস : ফিলিস্তিনি জনগণের উপর ইজরাইলি দখলদার বাহিনীর হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে ফরিদপুর জেলা ওলামা পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
শহরস্থ জনতার মোড় হতে ফরিদপুর জেলা প্রেসক্লাব পর্যন্ত জেলা উলামা পরিষদের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত । এ সময় জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দখলদার বাহিনীর হামলা বন্ধ ও ফিলিস্তিনীদের জানমাল রক্ষায় জাতিসংঘ, কমনওয়েলথ, আরবলীগ, ওআইসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তি গুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
You cannot copy content of this page
Leave a Reply