সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শত শত নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলবের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয় গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট মোঃ বদিউজ্জামান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান। তিনি বলেন, সদরপুর উপজেলা আওয়ামীলীগের ত্যাগী,পরিক্ষিত ও নিবেদিত কর্মীদের নিয়ে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হবে।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, মোঃ বিল্লাল হোসেন ফকির, মোঃ মোয়াজ্জেম হোসেন, আইয়ুব আলী, মনিরুল হক মুরাদ,সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মাতুব্বরসহ মোঃ মালেক বাছার, বাসুদেব কর্মকার।
You cannot copy content of this page
Leave a Reply