আজিজুর রহমান দুলাল : ফরিদপুরের আলফাডাঙ্গায় পাটের গুদামে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার পাট পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আগুন লাগে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস দেড় ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কুঠরাকান্দি গ্রামের ওহিদুর রহমান পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে রেখা সরদারের ঘর ভাড়া নিয়ে প্রায় ৩ শত ৫০ মন পাট ক্রয় করে ওই ঘরে মজুত রাখে। সকাল ৯ টার দিকে গুদামে ঘরের টিন সেডের উপর আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালায়।
খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার( ভারপ্রাপ্ত) ওয়াহিদ্জ্জুামান খান জানান, ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে। ধারণা করা হচ্ছে,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
You cannot copy content of this page
Leave a Reply