মোঃ সাব্বির হাসান,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সরকারের জারিকৃত আদেশের নিয়ম নিয়ম নীতির তোয়াক্কা অমান্য করে সদরপুর উপজেলার বিভিন্ন হাটবাজারের কিছু সংখ্যক দোকানীরা খোলা রাখছে তাদের প্রতিষ্ঠান। এতে করে করোনা সংক্রমন প্রতিরোধের উল্টো চিত্রই দেখা যাচ্ছে।
খবর পেয়ে, বিধি নিষেধ অমান্যকারী দোকানীদের বিরুদ্ধে গতকাল সোমবার সকাল থেকেই স্থানীয় মাঠ প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছে। আজ দুপুরের সদরপুর উপজেলা সদরের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার।
ভ্রাম্যমান আদালতে সদরপুর বাজারসহ অন্যান্য বাজারের অভিযান চালিয়েনিষেধাজ্ঞা অমান্যকারীদের বিভিন্ন অর্থদন্ডে জরিমানা দায়ের করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম পূরবী গোলদার। এ সময় তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণ কে সচেতনামূলক পরামর্শ দেন। বিশেষভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।
You cannot copy content of this page
Leave a Reply