নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা। করোনা থেকে শুরু করে ফরিদপুর সদর উপজেলার বিশেষ কিছু কাজে অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠত্বের উপাধীতে ভূষিত করা হয়েছে। এদিকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায়, সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফবৃন্দ তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেছেন। উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিভাগের জেলা পর্যায়ে একজন করে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত করোনাকালীন সময়ে কেউ মারা গেলে তার শেষ কাজগুলো সম্পন্ন করতে ভয়ে কেউ এগিয়ে আসতে চাইত না। সেই সময়ে একজন হিন্দু সম্প্রদায়ের মৃত্যুতেও তার দাহ কাজ সম্পন্ন করতে অনেক বাধার সৃষ্টি করে স্থানীয়রা। কিন্তু ইউএনও মাসুম রেজা সেই মুহূর্তে নিজে ওই মৃত ব্যক্তির চিতায় আগুন ধরিয়ে নিজের হাতে তার দাহের কাজ সম্পন্ন করে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দেন। এছাড়াও তিনি দিন রাত করোনা কালিন সময়ে ছুটে বেড়িয়েছেন উপজেলার প্রতিটি কোনায় কোনায়। তার ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগ উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে নানা সময়ে ব্যাপক ভূমিকা রেখেছে। তিনি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করছেন প্রথম থেকে আজ অবধি।
You cannot copy content of this page
Leave a Reply