ওজনে কম দেয়ার অভিযোগে তিনজন মাংস বিক্রেতাকে জরিমানা
রবিউল হাসান রাজিবঃ ২২শে মার্চ ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও মান্যবর জেলা প্রশাসক, ফরিদপুর এবং বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বোয়ালমারী উপজেলার চৌরাস্তা মাংস বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ওজনে কম দেয়ার অভিযোগে তিনজন মাংস বিক্রেতাকে জরিমানা
অভিযানে মাংসের ওজনে কম দেয়া, অবৈধভাবে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে তিনজন মাংস বিক্রেতাকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, বোয়ালমারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা ক্যাবের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply