অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে বিআরডিবি, যুব উন্নয়ন, আমার বাড়ি আমার খামার প্রকল্প, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সোনালী ব্যাংক লিঃ সদর উপজেলা কমপ্লেক্স শাখা কর্তৃক সমাজের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রম উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হয়।
এছাড়াও উপজেলা কৃষি দপ্তর কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও মৎস্য দপ্তর কর্তৃক মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাজাহান মোল্লা, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার, উপজেলা সমন্বয়কারী আমার বাড়ি আমার খামারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, উপকারভোগীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply