চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু, : ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল সারে ৮টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজানান উপজেলা প্রশাসন,চরভদ্রাসন থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা স্বাস্থ্য বিভাগ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন।
পরে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর নেতৃত্বে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংগ্রহনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণ্যাঢ্য র্যালী বের হয়।র্যালিটি সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে।উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মোতালেব হোসেন মোল্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইমদাদুল হক তালুকদার,থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন,ইউপি চেয়ারম্যান গন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়
You cannot copy content of this page
Leave a Reply