পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু
চরভদ্রাসন প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু : মৃত্যু নামের চিরন্তর সত্যকে একমাত্র বিধাতা ছাড়া আর কেউই ফেরাতে পারবেনা । চর হাজিগঞ্জ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়।
আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করে যতটুকু জানা যায় সহপাঠীরা মিলে পদ্মা নদীতে গোসল করতে গেলে সবাই বাড়িতে আসলেও ছেলেটি আর বাড়িতে ফিরে আসে নাই । ছেলেটির বয়স আনুমানিক 8 থেকে ১০ বছর ।
পরে ছেলেটির পরিবারের লোকজন খুঁজতে গেলে নদীতে তাকে পেয়ে সরাসরি চর হাজীগঞ্জ বাজারের ফার্মেসি অর্থাৎ গ্রাম্য ডাক্তার এর কাছে আনলে তিনি তাকে মৃত ঘোষণা করে। অবশ্যই আপনার শিশুর খেয়াল রাখুন , আপনার শিশু কখন কোথায় যায় সে দিকে নজর দিন। হয়তো আপনার সাবধানতায় বেচে যেতে পারে হাজারো শিশুর প্রাণ।
Leave a Reply