ফরিদপুর প্রতিনিধি : শীতের প্রকোপ কাটতে না কাটতেই মশার উৎপাত বেরেই চলেছে। আর এই সমস্যা থেকে নিস্তার পেতে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে শুরু হয়েছে মশা নিধনের কাজ। ফরিদপুর পৌরসভার নবনিযুক্ত মেয়র অমিতাভ বোসের দিকনির্দেশনায় ও পৌরসচিব তানজিলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ১১ ই মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় এ মশা নিধন প্রক্রিয়া। মোট ১৮ টি মশা নিধন মেশিন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জেল গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ফরিদপুর মেডিকেল হাসপাতালসহ শহরের বিভিন্ন গুরুত্ব পুর্ন স্থানে চলে এ মশা নিধনের কাজ।
এদিকে মেয়র এর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। তারা বলেন ফরিদপুর পৌরসভাধীন কোন যায়গায় এতদিন পর্যন্ত মশা নিধন প্রক্রিয়ার কাজ হয়নি। ফলে সাধারন জনগণ পরেছে নানা ভোগান্তিতে। তবে এতদিন পরে এই প্রথম মশা নিধনের কাজ শুরু হওয়ায় স্বস্থির নি:শ্বাস ফেলছে পৌরবাসী। এ ব্যাপারে ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস বলেন শহরে বরাবরই মশার উৎপাত বেশি। তবে বৃষ্টিপাত না হওয়ার এবং পানি বহমান না থাকায় ইদানিং এই মশার উৎপাত আরো বেরে গিয়েছে। এ ছাড়াও শীতের শেষে তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রকৃতিতে যে মশার ডিম থাকে সেগুলো একযোগে ফুটে যায়।
ফরিদপুর পৌরসভার উদ্যোগে চলছে মশা নিধন
এভাবে মশার উৎপাত বেরে গিয়ে সাধারন মানুষগুলো চরম ভোগান্তিতে পরছে। এ সময় তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন বর্তমানে বৃষ্টি না হওয়ায় শীতের শেষে বাড়ির আশে পাশের নর্দমাগুলোতে মশার ডিম রয়েছে। শুধু মাত্র পৌরসভার পক্ষ থেকেই এই সচেতন মুলক কাজ করা সম্ভব নয়। তাই সবার ঘরের আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সাহায্য কামনা করেছেন তিনি। তবে পৌরসভা থেকে মশা নিধন প্রক্রিয়া অব্যহত থাকবে বলে জানিয়েছেন পৌর মেয়র অমিতাব বোস।
ফরিদপুর পৌরসভার উদ্যোগে চলছে মশা নিধন
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যাণেল মেয়র মো: মনিরুল ইসলাম মনির, কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা, কুদ্দুসুর রহমান কুদ্দুস, প্রশাসনিক কর্মকর্তা শহিদুল মিয়া, সহকারি প্রকৌশুলি মোল্লা মো: শফিকুল ইসলাম, উপসহকারি প্রকৌশুলী সৈয়দ আশরাফ, প্রধান একাউন্টস অফিসার গোবিন্দ চন্দ্র মন্ডল, উপসহকারি প্রকৌশুলী (বিদ্যুৎ) ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম বাদলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
You cannot copy content of this page
Leave a Reply