ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
মানিক দাস : ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট উদ্যোগে এক মানববন্ধন আজ বেলা ১২ টায় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেশাগত সমস্যা সমাধান সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল (বিএ ভিসি) ২০২০ সামঞ্জস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে তিন দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়।

ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
সংগঠনের সভাপতি মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক একেএম শামসুল আলম মনির, ওজোপাডিকো বিভাগীয় প্রকৌশলী বদিউল আলম, বাকাছাপ এ সাধারণ সম্পাদক লাদেন আলহুদা রাতুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দিনের দাবি পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নের অগ্রগতি ভূমিকা রাখছেন অথচ একটা কুচক্রী মহল ষড়যন্ত্রে তাদের দিনের-পর-দিন বঞ্চিত রাখা হয়েছে। তারা তাদের দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।। তারা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানান। এরপর জেলা প্রশাসক মহোদয় বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply