মো: তৌহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক : সময় মত গম বপনের উদ্দেশ্যে রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সিমিট বাংলাদেশ- ফরিদপুর হাব অফিস বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। কর্মসুচীর মধ্যে বিনা চাষে গম উৎপাদন, আমন ধানের জমিতে সাথী ফসল হিসেবে গম চাষ প্রভৃতি উল্লেখযোগ্য। কৃষকদের মাঝে সঠিক সময়ে এবং বিনা চাষে গম উৎপাদনের বার্তা ছড়িয়ে দিতে সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার ব্রাম্মনকান্দায় সিমিট বাংলাদেশ এক মাঠ দিবসের আয়োজন করে ।
ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত
মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষিবিদ আবুল বাসার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: হজরত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: হাসিবুল হাসান,জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,ফরিদপুর । কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস, হাব কো-অর্ডিনেটর কৃষিবিদ হিরা লাল নাথ, সিমিট বাংলাদেশ । ( ভিডিও সহ )
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষানী, সিমিট-বাংলাদেশ ফরিদপুর হাব এর কর্মকর্তাবৃন্দ। মাঠ দিবসে উপস্থিত কৃষকদেরকে মাঠ পরিদর্শনের মাধ্যমে এই নতুন এই প্রযুক্তি সরেজমিনে দেখানো হয় এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। এই প্রযুক্তির মাধ্যমে ব্লাষ্ট সহনশীল জাতের আবাদ ও মাঠে তার ফলাফল দেখে উপস্থিত সবাই কৌতুহলী হন এবং এর সুবিধা-অসুবিধা সম্বন্ধে সম্যক ধারনা লাভ করেন। উপস্থিত কৃষকেরা আগামীতে গমের এই নতুন পদ্ধতি গ্রহন করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।
You cannot copy content of this page
Leave a Reply