আব্দুল হক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, মন্ডল পরিবার দ্বিতীয় রাউন্ডে উন্নীত
মানিক দাস : শহরের গূহলক্ষ্মীপুরে অনুষ্ঠিত আব্দুল হক স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে মন্ডল পরিবার। মঙ্গলবার ০২-০৩-২১ রাতে প্রতিপক্ষ জেড এস এস ক্লাব কে ২/১ সেটের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উঠে যায় তারা।
খেলার পয়েন্ট ছিল যথাক্রমে ১৫/৯ ,১৫/১২ ও ১৫/১৩। আগামীকাল প্রতিযোগিতায় আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে। ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেন মোঃ কুরবান শেখ।
Leave a Reply