সালথায় জাতীয় ভোটার দিবস-২০২১ পালিত
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয় এই শ্লোগান কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ৩য় বারের মত জাতীয় ভোটর দিবস ২০২১ পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে মঙ্গলবার (২রা মার্চ) বেলা ১০ টায় সালথা উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়, এরপর উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।
উল্যেখ্য দিবসটি উপলক্ষে নির্বাচন কমিন অফিসে নতুন ভোটারদের আঙ্গুলের ছাপ গ্রহন ও স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হচ্ছে।
Leave a Reply