অনলাইন ডেস্ক : নতুন বছরে মুক্তি পেতে চলেছে দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব আমার পিতা’। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। সোহেল মোহাম্মদ রানা পরিচালিত ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষ্যে নির্মিত হচ্ছে প্রায় ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্র। দেশের সর্ববৃহৎ টুডি অ্যানিমেশন নির্মাণকারী প্রোলেন্সার স্টুডিওতে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন ফিল্মটির নির্মাণ কাজ চলছে। ২০২১ সালের যেকোনো সময় ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানান এটির নির্মাতা সোহেল মোহাম্মদ রানা। এরই মধ্যে অ্যানিমেশনটির ট্রেলার আর টিজারের পর প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি গান। গানের শিরোনাম ‘তোমার সমাধি’। প্রথম গানের ভিডিও দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
You cannot copy content of this page
Leave a Reply