মোঃ সাব্বির হাসান ,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ওই যুবকের নাম মোঃ নাজমুল ইসলাম(৩৫)। সে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আড়াইরশি গ্রামের সাহিন মাতুব্বরের পুত্র।
জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলাস ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ মাটিতে নামান। ঘটনার খবর পেয়ে, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্চ এস এম তুহিন আলী নিহতের প্রাথমিক তদন্তে শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
আরও জানা গেছে, নিহত নাজমুলের সাথে তার বাবার পারিবারিক বিরোধ ছিলো। এ বিরোধের জের ধরেই এ আত্নহত্যা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহত একই এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
গত এক সপ্তাহ ধরে নাজমুল বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ওরস অনুষ্ঠানে তার ভাইরা স্বপন মুন্সীর চায়ের দোকানে কাজ করতেন। এছাড়াও তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। নিহত নাজমুলের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply