এহসান উদ্দিন রানা : ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৮দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুক্রবার আখেরী মোনাজাতের শেষ হয়েছে । গত ১৯ ফ্রেবয়ারী শুক্রবার এই ওরশ শরীফ শুরু হয়।
প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি এসময় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হচ্ছে। এবছর কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারণে গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে দেশের সকল অঞ্চলকে আটটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগের জন্য একদিন করে আট দিনে উরস শরীফ উদযাপন হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply