স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা ও শহর শাখার পক্ষ হতে তৃতীয় বারের মতো অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এটিএম জামিল তুহিনসহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।
এ সময় শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এটিএম জামিল তুহিন বলেন, প্রাকৃতিক নিয়মানুযায়ী সারা দেশের ন্যায় ফরিদপুরেও শীতের প্রকোপ বেরেই চলেছে। অনেকে শীত নিবারণের জন্য কিছু না পেয়ে অসহায়ের মত মানবেতর জীবন যাপন করছে। অসহায় মানুষ গুলো এই শীতে যেন কষ্ট না পায়, সে লক্ষে অসহায় ও দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। তিনি বলেন অসহায় এ মানুষের পাশে থেকে আমাদের এই মানবিক কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।
You cannot copy content of this page
Leave a Reply