বীর মুক্তিযোদ্ধা মিরোজ স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট , তিনটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত
মানিক দাস : ফরিদপুর শহরের আলিপুরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট বুধবার রাতে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই তিনটি ম্যাচে জয়লাভ করে শহীদ সুফি ক্লাব, আয়মন মোবাইল এক্সচেঞ্জ, ও কাকন তনময় স্মৃতি সংঘ।

বীর মুক্তিযোদ্ধা মিরোজ স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট
প্রতিযোগিতার প্রথম ম্যাচে শহীদ সুফি ক্লাব ৩২ রানে আলিপুর বয়েজ ক্লাব কে। দ্বিতীয় খেলায় আইমন মোবাইল এক্সচেঞ্জ দল ৬ উইকেটে ২৫ নং ওয়ার্ড তনূ যুব সংঘ কে এবং রাতের শেষ খেলায় কাকন তনময় স্মৃতি সংঘ ৪৯ রানে ইঞ্জিনিয়ারিং কলেজ একাদশ কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

বীর মুক্তিযোদ্ধা মিরোজ স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট
প্রতিযোগিতার প্রথম তিনটি কোয়াটার ফাইনাল আগামীকাল সন্ধ্যায় একই মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply