ফরিদপুর সদর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই সমাপ্ত
মানিক দাস : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কতৃক আয়োজিত ফরিদপুর সদর উপজেলার শেখ জামাল স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্ধ্ব-১৫ বাস্তবায়নের লক্ষে ঢাকা বিভাগীয় দল গঠনের লক্ষে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও বাছাই ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সমাপ্ত হয়েছ। উক্ত প্রতিযোগিতা ও বাছাইয়ে ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মো: মোসলেম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্হা ও সভাপতি ডিএফএ, ফরিদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা ও বাছাইয়ের উদ্বোধন করেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, স্হানীয় সরকার, ফরিদপুর।বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান ফরিদ, সহ-সভাপতি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সংসথার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান চুন্নু, মোঃ আজাদ হোসেন, প্রণব কুমার মুখার্জী, শেখ নূরুল ইসলাম নূরু, আশুতোষ গুহ।
সার্বিক তত্বাবধানে ছিলেন আবুল কাশেম ভোলা, সাধারণ সম্পাদক, ডিএফএ, ফরিদপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর।
Leave a Reply