সুরের গুরু কে শ্রদ্ধাঞ্জলি দিল নাগরিক মঞ্চ ফরিদপুর
মানিক দাস : ফরিদপুরে প্রবীন সঙ্গীত গুরু করুনামায় অধিকারী কে শ্রদ্ধাঞ্জলি জানালো নাগরিক মঞ্চ।
আজ সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এ শুভেচ্ছা জানায় তারা।
নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর বিপ্লব বালা, সিরাজুল আজম আব্দুর রব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক আলতাফ হোসেন, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ডঃ আহমদ জাহাঙ্গীর চৌধুরী টিটো।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, লালনগীতি ও কবিতা আবৃত্তি করা হয়।
এতে সংগীতগুরু করুণাময় অধিকারী জীবনের উপর লেখা সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা। এর প্রকাশনা হয়। সভায় বক্তারা সংগীতগুরু করুনামায় অধিকারীর দীর্ঘ জীবনের প্রত্যাশা করেন। তারা বি গত দিনে ফরিদপুরের সঙ্গীতাঙ্গনে করুণাময় অধিকারী কার্যক্রম তুলে ধরেন । এবং ফরিদপুরের সংস্কৃতিক অঙ্গনে তার অবদান গর্বের সাথে স্বীকার করেন।
Leave a Reply