মোঃ মোস্তফা কামাল সরকার : পঞ্চগড়ের আটোয়ারীতে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সভায় উপদেষ্টা হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম কোভিড-১৯ সংক্রমন কালে দিবসটি পালনে পরামর্শমুলক বক্তব্য রাখেন। সভায় বিভিন্নজনের বক্তব্য আলোচনা পর্যালোচনা করে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশকিছু গুরুত্বপুর্ণ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কোভিড-১৯ সংক্রমনের কারনে গৃহীত কর্মসুচি স্বাস্থ্যবিধি মেনে বাস্তবায়নের জন্য মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়। প্রস্তুতিমুলক সভায় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বণিক সমিতির নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিল
You cannot copy content of this page
Leave a Reply