সালথায় মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বুধবার (১০ই ফেব্রয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন । এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সাব-রেজিস্টি কার্যালয়ের রেজিস্টার মো. হাফিজুর রহমান খাঁন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
প্রস্তুতিমূলক সভায় করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উদযাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply